পিসি মন্ডল, পাইকগাছা ::পাইকগাছায় করোনার ভাইরাসের টিকা প্রদানের ডোজের গন্ডি আড়াই লাখ পার হলো। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা কেন্দ্রের তদারকি কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রæয়ারি ২০২১ তারিখ থেকে। শুরু থেকে এ পর্যন্ত ১০মাসে মোট রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২শত ০১ জন। আর গত ২৪ ঘন্টায় রেজিস্ট্রেশন করেছেন ৪৩ জন। মোট টিকা প্রদান করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮ শত ৫৩ ডোজ, গত ২৪ ঘন্টায় টিকা প্রদান করা হয়েছে মোট ৭ শত ৭৩ ডোজ। কোভিশিল্ড/এস্ট্রেজেনিকা প্রথম ডোজ মোট ৭৪ হাজার ৪ শত ৩৬ জন কে এবং ২য় ডোজ মোট ২৪ হাজার ১ শত ৯৬ জন কে প্রদান করা হয়েছে।
এ টিকা ২৪ ঘন্টায় প্রথম ডোজ ২ জন কে এবং ২য় ডোজ ৬শত ৩৮ জন কে প্রদান করা হয়েছে। সিনোফার্ম / ভেরোসেল ১ম ডোজ মোট ৭৮ হাজার ৯ শত ৯৭ জন কে এবং দ্বিতীয় ডোজ মোট ৭৫ হাজার ২ শত ২৪ জনকে প্রদান করা হয়েছে।
0 coment rios: