Friday, 31 December 2021

পাইকগাছায় ৮ দলীয টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী বাইনবাড়ীয়া স্কুলের ২০০৪-২০০৭ ব্যাচ


পাইকগাছায় ৮ দলীয টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী বাইনবাড়ীয়া স্কুলের ২০০৪-২০০৭ ব্যাচ


স্নেহেন্দু বিকাশ- পাইকগাছার বাইনবাড়ীয়াতে স্বর্গীয় প্রমথ নাথ প্রিমিয়ার লীগ- টি-২০, ৮ দলীয ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় ২০০৪-২০০৭ সালের ব্যাচ চ্যাম্পিয়ন হযেছে। 

শুক্রবার সকালে বি,কে,এ,এস,এম ইনষ্টিউশন মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাইনবাড়ীয়া হাই স্কুলের ভারঃ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় চাম্পিয়ান ও রার্নাস আপ দল ও খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।  খেলার  প্রধান অতিথি ছিলেন  গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু। 

 বিশেষ অতিথি ছিলেন লস্কর ইউপি'চেযারম্যান কেএম আরিফুজ্জামান তুনির,অত্র বিদ্যালযের সভাপতি-সৌরেন্দ্র ণাথ সানা। উপস্থিত ছিলেন ইউপি  সদস্য গাউসুর রহমান,শিক্ষক- দিলীপ সানা, সুমিত মন্ডল,বিভাষ বাছাড়,নবদ্বীপ সানা,দেবরঞ্জন মন্ডল,সুর্বনা গাইন,হাফিজুর কার্তিক মন্ডল,মৃণাল কান্তি, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ,সমিরন মন্ডল,শিক্ষক শক্তিপদ মন্ডল, ইউনিযন যুবলীগ সম্পদক  মানবেন্দ্র নাথ মন্ডল, ,রামকৃষ্ণ মন্ডল,,সহ অনেকে।

 জানাগেছে, ১৯৭০ থেকে ২০২১ ব্যাচ ও ২০০৪- ২০০৭ সহ চলমান স্কুল ব্যাজের শিক্ষার্থী মিলে ৮ দলীয ক্রিকেট ম্যাচের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।  সকালে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু।

 সেরা ম্যাচ খেলোয়াড় ও রান স্যগ্রহে চন্দন সানা,সেরা ব্যাসম্যান যোগেশ মন্ডল,সেরা ফিল্ডার রনি বৈদ্য,ইউকেট সংগ্রহকারী উত্তম চক্রবর্তী,ধরাাভার্ষ্যে ছিলেন শিক্ষক অরবিন্দু মন্ডল,কলেজ শিক্ষক- ইমতিয়াজ হোসেন, কিরন মন্ডল ও ধ্রুব মিস্ত্রি। ম্যাচ পরিচালনায় সুমন সানা ও উত্তম মন্ডল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: