কয়রায় শিবসা নদীর মারকীরখাল এলাকায় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে তিনজন হরিণ শিকারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ বস্তা হরিণ ধরার ফাঁদ, নৌকা ও হরিণ নিধনের অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানবলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।
0 coment rios: