Tuesday, 25 January 2022

ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস

ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস

ডেস্ক রিপোর্ট : ত্বক ভালো রাখার অনেক ধরনের উপায় আছে। কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই মেনে চলতে হবে, নাহলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলোর মধ্যে অন্যতম হলো পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পানকরা, ত্বকের পক্ষে ক্ষতিকর এমন প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকা, ত্বকের জন্য মানানসই উপাদান দিয়ে রূপচর্চা করা ইত্যাদি।

এমনও হতে পারে, উপরের সবগুলো বিষয় মেনে চলেও আপনার ত্বক সুন্দর থাকছে না। এর কারণ কী জানেন? এর কারণ হলো

ত্বক ভালো রাখতে হলে আরও কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। আর তা না হলে যতই প্রসাধনী ব্যবহার করুন, লাভ মিলবে না। তাই সময় এবং অর্থের অপচয় রোধ করতে ত্বকের যত্নে এই বিষগুলোর প্রতি খেয়াল রাখুন-

স্পঞ্জ-ব্লেন্ডার নিয়মিত পরিষ্কার করুন

আপনার ব্যবহৃত স্পঞ্জ, ব্রাশ, তুলি, ব্লেন্ডার ব্যবহারের পর সেভাবেই ফেলে রাখবেন না। এগুলো নিয়মিত ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। না ধুয়ে দীর্ঘদিন ব্যবহার করলে তাতে ব্যাকটেরিয়া জন্মে আপনার ত্বকের নানা ক্ষতি করতে পারে। তাই আগেভাগেই সতর্ক হোন।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন

অনেকে মনে করেন, শুধু শীত এলেই বুঝি ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। আসলে তা নয়। শুধু শীতে নয়, বরং অন্য সব ঋতুতেও ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। আর ত্বক ভালো রাখতে এর আর্দ্রতা ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ তা জানেন নিশ্চয়ই?


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: