Thursday, 6 January 2022

সুন্দরবনের খুলনা রেঞ্জ কর্মকর্তাআবু সালেহের বিদায়

সুন্দরবনের খুলনা রেঞ্জ কর্মকর্তাআবু সালেহের বিদায়


আজ সুন্দরবনের খুলনা রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মোঃ আবু সালেহ আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন। একই সাথে নতুন রেঞ্জ কর্মকতা হিসেবে যোগদান করেছেন এ জেড এম হাছানুর রহমান।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সুন্দরবনের নলিয়ানফরেস্ট স্টেশনে আনুষ্ঠানিক ভাবে সাবেক কর্মকর্তা বিদায় ও নতুন কর্মকর্তা যোগদান করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মোঃ আবু সালেহ বলেন, দীর্ঘ ৩ বছর আমি এই রেঞ্জে কর্মরত ছিলাম। দায়িত্ব পালন কালে কখনো অবহেলা করিনি। আপনারা মনে রাখবেন সুন্দরবন শুধু আমাদের দেশের সম্পদ নয়, এটা সারাবিশ্বেরÑসম্পদ। সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন তা সংরক্ষণ করতে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বনকে সংরক্ষণ করতে হবে।

 সদ্য যোগদানকারী কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বনে দায়িত্ব পালনকালে কর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে আপনারা আমাকে তাৎক্ষণিকভাবে ভাবে জানাবেন। আমি যথাযথ পদক্ষেপ নিব।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদসহ সুন্দরবনের খুলনা রেঞ্জের বিভিন্ন ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: