ডেস্ক রিপোর্ট : তিন বছরের জন্য আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন হেনরিখ মালান। ওয়ার্ক পারমিট পেলে আগামী মার্চে কাজে যোগ দিবেন তিনি।
নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার (৪ জানুয়ারি) মালান বলেছেন, ‘আয়ারল্যান্ডের পুরুষ দলের প্রধান কোচ হতে পারা অনেক সম্মানের। আমাদের আছে রোমাঞ্চকর দল, যারা আধিপত্য করতে পারে এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে।’
২০০৫ থেকে ২০০৯ সাল পর্ন্ত দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মালান। কোচিংয়ে তার অভিজ্ঞতা ১১ বছরের। নিউ জিল্যান্ডের প্রথম শ্রেণির বিভিন্ন ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সাল থেকে অকল্যান্ড এইচেসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রধান কোচ ও প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন ছয় বছর।
গ্রাহাম ফোর্ডের উত্তরসূরি হচ্ছেন মালান। চার বছর এই দায়িত্বে ছিলেন ফোর্ড, তার অধীনে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে স্মরণীয় জয় পেয়েছে আয়ারল্যান্ড। ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাসও পায় তারা।
তবে শেষটা ভালো গেল না ফোর্ডের। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচে মাত্র একটি জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠতে ব্যর্থ হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতেও টি-টোয়েন্টি সিরিজ শুরু হয় হার দিয়ে।
আরও পড়ুন:: খুলনায় ১৩৯ নমুনায় ২ করোনা রোগী শনাক্ত
0 coment rios: