পাইকগাছার হরিঢালী পুলিশ ফাঁড়ির এস আই আয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধু। গৃহবধু নাজমুন নাহার উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের ময়নুদ্দীন হাজরার স্ত্রী। তিনি শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই আয়ুব আলীর বিরুদ্ধে তার ছেলে সোহানুর রহমানকে হয়রানী করার অভিযোগ আনেন। তিনি বলেন, আমাদের সাথে প্রতিবেশী মোফাজ্জেল হাজরার ছেলে সেলিম হাজরাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
থানা পুলিশের কথিত সোর্স সেলিম হাজরা আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্থ করতে বিভিন্ন ষড়যত্রে লিপ্ত রয়েছে। গত ৪ জানুয়ারি সকাল ৭টার সময় সেলিম হাজরার মেয়ের মোবাইল ফোন হারানো সংক্রান্ত বিষয়ে আমার ছেলে সোহানুর রহমানকে পুলিশ ফাঁড়ির কথা বলে ডেকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার ছেলেকে গাছের সাথে বেঁধে লাঁঠিপেটা করে।
এসময় সেলিম স্থানীয় ক্যাম্পের এসআই আয়ুব আলীকে ডেকে এনে আমার পুত্রকে ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পাইকগাছা থানায় এনে কয়েক দফা লাঁঠি পেটায় ছেলের বাম হাটু ফেঁটে রক্তাক্ত জখম করা হয়। পরে এসআই আয়ুব আলী বাদী গয়ে থানায় একটি মাদক মামলা করে। তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ছেলে হয়রানীর সুবিচার দাবী করেন মা নাজমুন নাহার। অভিযোগ প্রসঙ্গে হরিঢালী পুলিশ ফাঁড়ির এস আই আয়ুব আলী জানান, আসামী সোহানুর রহমান কে আমি ধরিনাই ও থানায় নিয়ে যায় নাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ_সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
0 coment rios: