Wednesday, 12 January 2022

পাইকগাছায় ওমিক্রন প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের ১১দফা বিধিনিষেধ বাস্তবায়নের আহ্বান

পাইকগাছায় ওমিক্রন  প্রতিরোধে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের ১১দফা বিধিনিষেধ বাস্তবায়নের আহ্বান

 পাইকগাছায় ওমিক্রন  প্রতিরোধে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের ১১দফা বিধিনিষেধ বাস্তবায়নের আহ্বান 

এসো ভালোবাসি মানুষকে, এগিয়ে আসি মানুষের দুঃখে,এগিয়ে আসি মানুষের বিপদে,ভাগ করে নিই সকল আনন্দ, ভাগ করে নিই সকল বেদনা, থাকবেনা কোন অহংকার হিংসা,সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ,যাহা সবার কামনা । আজকের দিনটা কঠিন ,কাল হবে অন্ধকার , কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে । প্রধানমন্ত্রীর শেখ হাসিনার  সাহসী দূরদর্শী পদক্ষেপের কারণে আজ অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের   করোনা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে। হেথা নয়, অন্য কোথা, অন্য ও কোনো খানে। এই মন্ত্র  বিশ্ব চরাচরে টিকে আছে সার্চ কোভিড। করোনার এই মহামারি  দু, বছর হতে চললো। এবার  অতি মহামারী চেহারা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে নোবেল  করোনা ভাইরাস  উল্টো নব রূপে আবির্ভূত হচ্ছে এই আরএনএ ভাইরাস ওমিক্রন  এই অনুজীবির তৃতীয়  দুর্ধর্ষ ঢেউ আছড়ে পড়তে পারে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রিসভায় উপস্থাপন করে তার বাস্তবায়ন করতে বলেন। উক্ত সামাজিক  বিধি-নিষেধগুলো যথাযথভাবে পালন করতে ও জনগণকে জনসচেতনতা মেনে চলতে পাইকগাছাবাসীকে ওমিক্রন থেকে নিরাপদ রাখতে  পাইকগাছা বাসীর সাথে সমগ্র দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে  চলার আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: