স্নেহেন্দুবিকাশ,পাইকগাছা। খুলনার পাইকগাছায় এস,এস,সি পরীক্ষায় সদ্য উত্তীন এক ছাত্রীকে যৌন পীড়নের ঘটনায় পুলিশ গ্রেফতার মিনারুল সরদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। মিনারুল ভিলেজ পাইকগাছা গ্রামের মােক্তার সরদারের ছেলে।ভিলেজ পাইকগাছার শওকত সরদারের ছেলে মােঃ ইব্রাহিম সরদার জানান,বিদায়ী বছরে আমার মেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন। ইতােপূর্বে কোচিং বা পথে-ঘাটে আসা-যাওয়ার পথে বখাটে মিনারুল মেয়েকে কুপস্তাব বা নানা ভাবে উত্ত্যক্ত করত। ইব্রাহীম অভিযােগ করেন এ নিয়ে স্থানীয় ভাবে বসাবসি ও এমনকি মিনারুলকে নিষেধ করা সত্ত্বেও সে নিবৃত হয়নি। বখাটে এ যুবক যৌন কামনা চরিতার্থ করতে সর্বষেশ ৮ জানুয়ারি বিকেলে এক পেয়ে মেয়ের উপর পাশবিক নির্যাতন করার চেষ্টা চালায়। এ ঘটনায় মেয়ের পিতার মামলার প্রেক্ষিতে পুলিশী অভিযানে মিনারুলকে আটক করে গতকাল আদালতে তােলা হলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞজুর করে জেলা-হাজতে প্রেরনের নির্দেশ দেন। বাদী ইব্রাহিম অভিযােগ করেন মিনারুলের বিরুদ্ধে একাধিক নারীকে উক্তত্ত ও নির্যাতনের অভিযােগ রয়েছে এবং তার বিরুদ্ধে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ জিডিও রয়েছে।
0 coment rios: