পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণের উদ্বোধন কালে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, উপকূলবর্তী হওয়ায় এই উপজেলার অধিকাংশ এলাকার পানি লবণাক্ত। সেজন্য বসানো যায় না গভীর নলকূপও। বর্ষাকালে পানিতে খুব একটা সমস্যা না হলেও শুকনো মৌসুমে মানুষকে মারাত্মক কষ্ট পোহাতে হয়। দৈনন্দিন কাজকর্ম সারতে তখন একমাত্র অবলম্বন পুকুর এবং ধরে রাখা বৃষ্টির পানি। সাধারণ মানুষের সুপেয় পানির কষ্ট দূর করতে সরকার নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন নিশ্চিত করতে ঘরে ঘরে বিনামূল্যে জলাধার পৌঁছায়ে দিচ্ছেন। এই পানির ট্যাংকি একমাত্র দাবিদার গরীব অসহায় মানুষ। তাদের কে বঞ্চিত করে শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ট্যাংকি বিতরণে অনিয়মের অভিযোগে পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
এ সময়ে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, এ্যাড.পংকজ কুমার ধর, স্নেহেন্দু বিকাশ, ইউপি সদস্য খুকুমনি, যুবলীগনেতা বারিক গাজী, আকরামুল ইসলাম, গৌতম রায়, মৃগাঙ্ক বিশ্বাস, প্রকৌশল অধিদপ্তরের অরুন ঢালী, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। উল্লেখ্য, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১০ টি ইউনিয়নে ৩ হাজার লিটারের ২৬০ টি পানির ট্যাংকি বিতরণ করা হবে।
0 coment rios: