পি,সি,মন্ডলঃঃ পাইকগাছা আইনজীবী সমিতি'র সদস্য এ্যাডঃ কালিপদ মন্ডল এর পিতা ভীম চন্দ্র মন্ডল (১০৩) পরলোক গমন করেছেন। তিনি বুধবার উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া মিনাজ চক গ্রামে রাত ৩ টার সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (দিব্যান্ লোকান স্বঃ গচ্ছাতু)। মৃত্যুকালে ১ পুত্র ও ২ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাইকগাছা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি এ্যাড.আজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড. অনাদিকৃষ্ণ মন্ডল, সিনিয়র আইনজীবী জিএ সবুর, মোঃ মহীউদ্দীন, শেখ লোকমান হোসেন, কিশোরী মোহন মন্ডল, এমডি সোহরাব আলী সানা, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পরিমল মন্ডল, পীযুষ কান্তি সরকার, পঙ্কজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, জিএম আব্দুস সাত্তার, মোঃ মোজাফ্ফর হাসান, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, সুকল্যাণ সানা, অরুন মন্ডল, মোঃ আব্দুল মজিদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, এসএমএবি সিদ্দিকি, নাদিরুজ্জান, মোঃ আব্দুল মালেক, আমিনুল ইলাল, প্রশান্ত মন্ডল, এফএমএ রাজ্জাক, শেখ আব্দুর রশীদ, জিএম আমজাদ হোসেন, অবনী সানা, সুরেশ রায়, সুকান্ত রায়, জিএম আক্কাস আলি, সুকুমার দেবনাথ, মনিরুল ইসলাম, নাসির উদ্দীন, অজিৎ সরকার, বেল্লাল উদ্দীন, দীপঙ্কর সাহা, বারিকুল ইসলাম, শংকর ঢালী, নজির আহম্মদ, শেখ তৈয়ব হোসেন, সফিকুল ইসলাম, জয়ন্ত পাল, মোহতছিম বিল্লাহ, উত্তম কুমার সানা, মোঃ সাইদুর রহমান, মোর্তজা জামান আলগীর, রেখা রাণী বিশ্বাস, সরদার সুবেহ সাদিক, রেহানা পারভীন, সঞ্জয় মন্ডল, শিবুপ্রসাদ সরকার, ভবরঞ্জন বৈদ্য, সরকার উইলিয়ান ফোর্ড, সেলিনা আক্তার, এসএম মুজিবর রহমান, জান্নাতুল ফেরদৌস , সমরেশ মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, রাশনা শারমিন, একরামুল হক ও বিজয় কৃষ্ণ মন্ডল এবং অফিস সহকারী টুটুল সরদার ৷
পাইকগাছায় এ্যাডঃ কালিপদ মন্ডলের পিতার মৃত্যুতে আইনজীবী সমিতি'র শোক বিবৃতি
পি,সি,মন্ডলঃঃ পাইকগাছা আইনজীবী সমিতি'র সদস্য এ্যাডঃ কালিপদ মন্ডল এর পিতা ভীম চন্দ্র মন্ডল (১০৩) পরলোক গমন করেছেন। তিনি বুধবার উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া মিনাজ চক গ্রামে রাত ৩ টার সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (দিব্যান্ লোকান স্বঃ গচ্ছাতু)। মৃত্যুকালে ১ পুত্র ও ২ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাইকগাছা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি এ্যাড.আজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড. অনাদিকৃষ্ণ মন্ডল, সিনিয়র আইনজীবী জিএ সবুর, মোঃ মহীউদ্দীন, শেখ লোকমান হোসেন, কিশোরী মোহন মন্ডল, এমডি সোহরাব আলী সানা, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পরিমল মন্ডল, পীযুষ কান্তি সরকার, পঙ্কজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, জিএম আব্দুস সাত্তার, মোঃ মোজাফ্ফর হাসান, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, সুকল্যাণ সানা, অরুন মন্ডল, মোঃ আব্দুল মজিদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, এসএমএবি সিদ্দিকি, নাদিরুজ্জান, মোঃ আব্দুল মালেক, আমিনুল ইলাল, প্রশান্ত মন্ডল, এফএমএ রাজ্জাক, শেখ আব্দুর রশীদ, জিএম আমজাদ হোসেন, অবনী সানা, সুরেশ রায়, সুকান্ত রায়, জিএম আক্কাস আলি, সুকুমার দেবনাথ, মনিরুল ইসলাম, নাসির উদ্দীন, অজিৎ সরকার, বেল্লাল উদ্দীন, দীপঙ্কর সাহা, বারিকুল ইসলাম, শংকর ঢালী, নজির আহম্মদ, শেখ তৈয়ব হোসেন, সফিকুল ইসলাম, জয়ন্ত পাল, মোহতছিম বিল্লাহ, উত্তম কুমার সানা, মোঃ সাইদুর রহমান, মোর্তজা জামান আলগীর, রেখা রাণী বিশ্বাস, সরদার সুবেহ সাদিক, রেহানা পারভীন, সঞ্জয় মন্ডল, শিবুপ্রসাদ সরকার, ভবরঞ্জন বৈদ্য, সরকার উইলিয়ান ফোর্ড, সেলিনা আক্তার, এসএম মুজিবর রহমান, জান্নাতুল ফেরদৌস , সমরেশ মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, রাশনা শারমিন, একরামুল হক ও বিজয় কৃষ্ণ মন্ডল এবং অফিস সহকারী টুটুল সরদার ৷
0 coment rios: