Monday, 10 January 2022

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকাদান কার্যক্রম ছিল উৎসবমুখর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকাদান কার্যক্রম ছিল উৎসবমুখর


 পি,সি,মন্ডলঃঃ  পাইকগাছায় ১২-১৭ বছরের শিক্ষার্থীদের মাঝে  ফাইজার টিকাদান কার্যক্রম ছিল চোখে পড়ার মতো৷ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে ৷ দিবসটি  টিকা উৎসব পরিণত হয়৷ লোনাপানি কেন্দ্র ৪হাজার ৬০ জন শিক্ষার্থীদের কে ফাইজার টিকাদান প্রদান করা হয়েছে৷ যাহা একদিনে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ রেকর্ড ৷ সোমবার দুপুরে লোনাপানি কেন্দ্রের টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেনখুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু৷

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকাদান কার্যক্রম ছিল উৎসবমুখর

টিকা দান কর্মসূচী কে সফল করতে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে৷ ডাঃ প্রশান্ত কুমার মন্ডলের নেতৃত্বে সার্বক্ষণিক মেডিকেল টিম, অবজারভেশন রুম, সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা ছিল৷

অতিরিক্ত ভীড় সামলাতে শিক্ষক, আনসার, ভিডিপি, রোভার স্কাউট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং লোনাপানি কেন্দ্রের কর্মকর্তা বৃন্দ সার্বিক সহযোগিতা করেন৷ 

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, সকলের সহযোগিতায় আমরা ৪ হাজার ৬০ জন স্কূল শিক্ষার্থীকে ফাইজার টিকা দিতে সক্ষম হয়েছি৷

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকাদান কার্যক্রম ছিল উৎসবমুখর

অশেষ কৃতজ্ঞতা মাননীয় এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু , উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,  উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . মোঃ লতিফুল ইসলাম ও তার টিমকে, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , আনছার, ভিডিপি, রোভার স্কাউট সহ উপজেলা আইনশৃঙ্খলা নিয়োজিত সকল সদস্যবৃন্দ ও অভিভাবকদের ৷


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: