রাসেল আহাম্মেদঃঃবৈরী আবওহায়া, ঠাণ্ডা বাতাস ও অসময়ের বৃষ্টি সবমিলে শীত যেন জেঁকে ধরেছে উপকূলীয় কয়রার অসহায়, হত দরিদ্র ও নিন্ম আয়ের মানুষদের কে। তাই খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অসহায়, দুস্থ ও হত দরিদ্র চরশত পরিবারের মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ২নং বাগালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ গাজী। এসময় তিনি বলেন বর্তমানে তীব্র শীতের প্রকোপে আমাদের এলাকার হত দরিদ্র ও দুস্থ মানুষরা কষ্টে জীবন ধারণ করছে । এ প্রেক্ষিতে বাগালী ইউপির ৯টি ওয়ার্ডের গরীব, দুস্থ ও হত-দরিদ্রদের মাঝে চরশত কম্বল বিতরণ করা হচ্ছে।
কম্বল বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ রুবিনা খাতুন, হাসনা হেনা, রেশমা খাতুন এবং ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য মোঃ শাহ আলম, ইকবাল হোসেন, মোঃ আলাউদ্দীন, মোঃ আজিজুল হক, আতিয়ার রহমান, ইউনুস আলী মোড়ল, মোঃ বনিউল ইসলাম বনি, মোঃ জিনারুল ইসলাম, আইব আলী সরদার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা জি.এম আকবার হুসাইন প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তীব্র শীতের মাঝে শীত বস্ত্র নিতে আগত ব্যক্তিরা কম্বল পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন।
0 coment rios: