পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছাঃঃনতুন বর্ষের শুরুতেই প্রতিবছর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্য বই তুলে দেওয়া হলেও করোনার সংক্রমণের কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় " শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ"- প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।
বছর উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয় , ১১টি কিন্ডার গার্ডেন, ৫৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২১ টি দাখিল মাদরাসা ও ১৩টি ইবতেদায়ী মাদরাসায় প্রথম দিনে মোট ২ লাখ ৬ হাজার ১শত ৬ টি বই বিতরণ করা হয়েছে। শিশু ও অষ্টম শ্রেণীর কোন শিক্ষার্থীরা বই পায়নি। সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে চাহিদার অর্ধেক বই পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাধ্যমিক পর্যায়ের ৩ লাখ ৬১ হাজার ১৫০ টি বইয়ের চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে ২লাখ ১২ হাজার।
প্রাথমিক পর্যায় শিশু শ্রেণী বাদে চাহিদা অনুযায়ী ২৮ হাজার ৮০টি বই পাওয়া গেছে। পাইকগাছা উপজেলায় মোট ১৬৭ প্রাথমিক বিদ্যালয় ও ১১টি কিন্ডার গার্ডেনে ১লাখ ৯ হাজার ২শত ৬টি বই বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, ১ম শ্রেণীতে বই প্রাপ্তি ৫ হাজার ৭০, বিতরণ ৪ হাজার ৫ শত ৯৬ টি, ২য় শ্রেণীতে বই প্রাপ্তি ৫ হাজার ৮০, বিতরণ ৪ হাজার ৭ শত ৪২ টি, ৩য় শ্রেণীতে বই প্রাপ্তি ৫ হাজার ৫০, বিতরণ ৪ হাজার ৯ শত ১৯ টি, ৪র্থ শ্রেণীতে বই প্রাপ্তি ৪ হাজার ৭শত ৪০, বিতরণ ৪ হাজার ৪ শত ৯৩ টি এবং ৫ম শ্রেণীতে বই প্রাপ্তি ৪ হাজার ৪শত ৫০, বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫ শত ৯৬ টি।
একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, ৫৮টি মাধ্যমিক স্কুলে মোট ৮৮ হাজার ৩শত বই বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণীতে বই প্রাপ্তি ৪৫ শত, বিতরণ করা হয়েছে ৬২ হাজার ১ শত ৫০ টি। ৭ম শ্রেণীতে বই প্রাপ্তি ৪২ শত, বিতরণ করা হয়েছে ২৬ হাজার ১ শত ৫০ টি। ২১ টি দাখিল মাদরাসায় মোট ৩ হাজার ৩শত বই বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে বই প্রাপ্তি ১১ শত, বিতরণ করা হয়েছে ১হাজার ১শত টি। ৭ম শ্রেণীতে বই প্রাপ্তি ১২ শত, বিতরণ করা হয়েছে ১ হাজার ১ শত ৫০ টি। ৯ম শ্রেণীতে বই প্রাপ্তি ১২ শত, বিতরণ করা হয়েছে ১ হাজার ৫০ টি।
১৩টি ইবতেদায়ী মাদরাসায় মোট ৫ হাজার ৩ শত বই বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১ম শ্রেণীতে বই প্রাপ্তি ১ হাজার ৪শত, বিতরণ ১ হাজার ২ শতটি, ২য় শ্রেণীতে বই প্রাপ্তি ১ হাজার ১শত, বিতরণ ৯ শত ৫০ টি, ৩য় শ্রেণীতে বই প্রাপ্তি ১ হাজার ১শত ৫০, বিতরণ ১ হাজার টি, ৪র্থ শ্রেণীতে বই প্রাপ্তি ১ হাজার ২ শত, বিতরণ ১ হাজার ৫০ টি এবং ৫ম শ্রেণীতে বই প্রাপ্তি ১ হাজার ২ শত, বিতরণ করা হয়েছে ১ হাজার ১ শত টি।
মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান চলতি শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর জন্য ৬১হাজার চাহিদা থাকলেও পাওয়া গেছে ৩৬ হাজার, নবম শ্রেণীতে চাহিদা থাকে ৬৮ হাজার পাওয়া গেছে ২৮হাজার বই। বাকি বই পাওয়া গেলে যথাসময় বিতরণ করা হবে।
0 coment rios: