উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে চিকিৎসাধীন উ: সলুয়ার মৃতঃ জহর আলী বিশ্বাসের ছেলে রবিউল জানান, ভিটেবাড়ী জমি নিয়ে প্রতিবেশি লুৎফর বিশ্বাস পরিবারের সাথে আমাদের বিরোধ চলে আসছে। এ ঘটনায় বিগত ৮/৮/২১ তারিখে থানায় জিডি করা হয় যার নং-৪৪০। থানা পুলিশ হরিঢালী ক্যাম্প পুলিশকে তদন্তপুর্বক ব্যবস্থা নিতে বললেও সমস্যার কোন সমাধান হয়নি।
রবিউলের ভাই মোসলেম বিশ্বাস অভিযোগ করেন, থানায় জিডির পর লুৎফর বিশ্বাসের ছেলে খলিল, রাখিল ও বুলবুল ক্ষিপ্ত হয়ে নানা ভাবে হুমকি-ধমকি অব্যাহত রাখে। রবিউল অভিযোগ করেন মঙ্গরবার সকাল ১০ টার দিকে বাড়ী থেকে মটরসাইকেলযোগে ভাই মোসলেম এর মাছের ঘেরের টাকা নিয়ে কপিলমুনির উদ্দেশ্য রওনা করি ।
গোলাবাড়িতে পৌছানো মাত্রই খলিল ও রাখিল আকস্মিক ভাবে পিছন থেকে শাবল দিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে তা পিঠে লাগলে জখম হই। এ সময় ওরা আমার কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা কেড়ে নিয়ে যায়। এরপর স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে উপজলা স্বাস্থ্যকমপ্লেস্কে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল।
0 coment rios: