Monday, 14 February 2022

পাইকগাছায় খন্ডিত লাশের সুরতহাল রিপোর্টের আদেশ

পাইকগাছায় খন্ডিত লাশের সুরতহাল রিপোর্টের আদেশ


পি সি মন্ডল ঃঃ পাইকগাছায় অবশেষে সড়ক দুর্ঘটনায় মৃত্যু শুভ'র পিতার দায়েরকৃত হত্যা মামলায় ১নং আসামী ট্রাক ড্রাইভার আনিচুর রহমান জেল হাজতে। শুভ'র দ্বি-খন্ডিত লাশ উত্তোলনের আবেদন করলে বিজ্ঞ আদালত লাশ উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন প্রদানের আদেশ দেন।  সড়ক দূর্ঘটনায় শুভ মারাত্মক আহত হয়ে হাসপাতালে দীর্ঘ ১১মাস চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর মৃত্যু বরণ করে। চিকিৎসা থাকা কালীন তার বাম পা কেটে ফেলা হয়।  শুভ'র পিতা সন্তানের পা'টি তখন কবরস্থ করে। 

এ ঘটনায় শুভ'র পিতা  গোলাম রব্বানী বাদী হয়ে গত ২৪ নভেম্বর ২০২১তারিখ পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালত মামলটি আমলে নিয়ে ইজাহার গ্রহণের জন্য পাইকগাছা থানায় প্রেরণ করেন।

উক্ত মামলায় ১নং আসামী আনিচুর রহমান জেল হাজতে রয়েছে।  এ দিকে গোলাম রব্বানীর আইনজীবী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল শুভ র 'দ্বিখন্ডিত লাশ উত্তোলনের জন্য আবেদন করলে আদালত লাশের সুরতহাল প্রতিবেদন প্রদানের আদেশ দেন।   উল্লেখ্য,  গত ১৯ /০১/২০২১ রাত সাড়ে আটটায় গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর পুত্র ইব্রাহিম খলিল শুভ পাইকগাছা পৌরসভার চারা বটতলা নামক স্থানে রাস্তার পাশে মোটর সাইকেল এর উপর বসে ছিল।  হঠাৎ মাল বাহী একটি পুরাতন ট্রাক খুলনা মেট্রো ট-১১-১৮৮৩ নম্বরের ট্রাকটি সামনে থেকে শুভকে আঘাত করে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে শুভ মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন  ও থানা পুলিশ শুভকে উদ্ধার করে  পাইকগাছা উপজেলা স্স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

 শুভ'র অবস্থা খারাপ হওয়ায় তাকে ঐ  রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  রিফার্ড  করে।  এদিকে পুলিশ ট্রাক ও মোটর সাইকেল জব্দ করে থানায় আনে। জানা যায়, নারী ঘটিত কারণে শুভ'র সাথে ঐ ট্রাক ড্রাইভার পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর আব্দুল জব্বার সানার পুত্র আনিচুর রহমানের দীর্ঘ দিন মনোমালিন্য সহ গোলযোগ চলে আসছিল।

 যা একাধিক বার শালিস করেও কোন সমাধান হয়নি। তারই জেরে এই দূর্ঘটনার সৃষ্টি হতে পারে বলে শুভ'র পিতা ও এলাকাবাসীর গুঞ্জন রয়েছে।  এদিকে দীর্ঘ সময় চিকিৎসা করতে করতে অবশেষে সাড়ে দশ মাস পর গত ৭ নভেম্বর শুভ মৃত্যু বরণ করে।  শুভ'র মৃত ঘটনায় তার পিতা গোলাম রব্বানী বাদী হয়ে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৪ নভেম্বর ঘাতক ট্রাক ড্রাইভার আনিচুর রহমান ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী অন্তে ২ ডিসেম্বর মামলাটি আমলে নিয়ে ইজারা গ্রহণ করার জন্য ওসি পাইকগাছাকে নির্দেশ দেন। উক্ত মামলায় ড্রাইভার আনিচ ও তার স্ত্রী শিরিন আগাম জামিনের জন্য গত ১৮/১/২২ তারিখ  মহামান্য হাইকোর্ট যায়। মহামান্য হাইকোর্ট ১ নং আসামীকে তিন সপ্তাহের  ডাইরেকশন ও দুই নং আসামীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। 

১নং আসামী নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির দিলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে রব্বানীর আইনজীবী শুভ'র লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত লাশ উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন প্রদানের আদেশ দেন। ওসি জিয়াউর রহমান জিয়া জানান, আদালতের আদেশ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: