Monday, 14 February 2022

ভালোবাসা দিবস বর্জন করে চিরকুমার সংঘের মিছিল

ভালোবাসা দিবস বর্জন করে চিরকুমার সংঘের মিছিল

ডেস্ক রিপোর্ট : ভালোবাসা দিবস বর্জন করে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন নিখিল বাংলা চির কুমার সংঘ। তারা এই দিবস পালনের নামে নোংরামি বন্ধের দাবি জানিয়েছেন তারা। এদিকে পহেলা বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসে বরিশালে সোমবার দিনের প্রথমভাগে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও উচ্ছ্বাসের কমতি ছিলো না তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রকৃতিপ্রেমীদের মাঝে। তবে বিকেলে বসন্ত উৎসবের আয়োজন করেছে উদীচী এবং বরিশাল নাটক নামে দুটি সংগঠন।সোমবার বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে চিরকুমার সংঘের ব্যানারে একটি মিছিল শুরু হয়। একদল তরুণের অংশগ্রহণে মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে সংলগ্ন হিরণ পয়েন্টে গিয়ে শেষ হয়। ‘নিজ সঙ্গে স্বর্গ বাস, বিয়ে করলে সর্বনাশ’, ‘এক একটি কাপল ধরো, কাপল ধরে সিঙ্গেল করো’ শ্লোগান দেয়া হয় মিছিলে।

মিছিল শেষে চিরকুমার সংঘের সভাপতি রাকিব হোসেন বলেন, ‌‘তারা পুঁজিবাদী প্রেমের বিপক্ষে। যারা প্রেমের নামে ছলনা করে, মানুষের জীবন নষ্ট করে, নোংরামি করে তাদের বিপক্ষে চিরকুমার সংঘ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম, অ্যালফ্রেড নোবেলসহ অনেকেই ছিলেন চির কুমার। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিরকুমার থাকার কারণেই নিজেকে দেশ ও জাতির কল্যাণে কাজ লাগাতে পেরেছেন। এসব কারণেই তারা চিরকুমার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে বরিশালে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা বসন্ত উদযাপনে উচ্ছ্বাসের কমতি ছিলো না নতুন প্রজন্মের মাঝে। তারা সেঁজেগুজে প্রিয়জন, বন্ধু-বান্ধবসহ পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন। করেছেন আনন্দ। একে অপরকে ফুল দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেন তারা। ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে ছিলো বাড়তি ভিড়। তবে একই দিনে বিশেষ দুটি দিবস হওয়ায় সার্বিকভাবে ফুলের বেচাকেনা কম হয়েছে বলে দাবি করেন ফুল দোকানিরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: