স্নেহেন্দু বিকাশঃ খুলনা-৬ ( পাইকগাছা -কয়রার ) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু, কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন পৃথিবীতে জীবনের সব চেয়ে শ্রেষ্ঠ বন্ধু হলো মা-বাবা। গর্বিত পিতা-মাতার পরামর্শ আদর্শ ও শিক্ষা নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ থেকে দেশের মানুষের কল্যানে কাজ করার অনুরোধ করেছেন। রবিবার সকালে চাঁদখালী ইউপি'র গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 'স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অফ চাঁদখালী (সোয়াক) আয়োজিত ইউনিয়ন ব্যাপী ২০২১ সালের এস,এস,সি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখন সেশনজট নেই উল্লেখ করে এমপি বাবু আরোও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র সরকার বিজ্ঞান মনস্ক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গণমুখী শিক্ষানীতি প্রবর্তন করে মানুষের আঙ্খাকার প্রতিফলন
ঘটিয়েছেন। উপকুলীয় অঞ্চল সহ নির্বাচনী এলাকায় মানুষের দীর্ঘদিনের দুঃখ ওয়াপদা বেঁড়িবাধ নির্মানে সরকারের টেকসই বাধ নির্মানে দেড় হাজার কোটি টাকার বরাদ্দ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আরোও জানান, ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত ৪শ কোটি টাকার সড়ক সরলী করন মেগা প্রকল্প চলমান রয়েছে এবং সর্বশেষ পাইকগাছা-কয়রায় সুপেয় পানি ব্যবস্থাপনায় ৩৬ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প দৃটান্ত হয়ে থাকবে। বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি বি,এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু,চাঁদখালী ইউপি চেয়ারম্যান ও (সোয়াক) এর প্রতিষ্ঠাতা শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, বিদ্যালয প্রধান শিক্ষক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল সরদার,কামরুল হাসান,আনিছুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান। শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ,কৃষকলীগ নেতা আঃ করিম মোড়ল,জেলা যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া সুলতানা লতা, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম,প্রভাষক বাবলুর রহমান,ইউপি সদস্য আনিছুর রহমান, আব্দল্ল্যাহ সরদার,ফাতেমা তুজ জোহরা রুপা,এসনেয়ারা খাতুন,হাসানুজ্জামান,আব্দুল্লাহ আল মামুন,শিক্ষক প্রদীপ কুমার মন্ডল, পবিত্র কুমার সানা,বিউটি খাতুন, যুবলীগ নেতা হাবিবুর রহমান, শিবলী সাদিক,আয়োজক কমিটির কমল জিয়া, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম,হুমায়ুন কবির,হোজাইফা ও তুষার বিশ্বাস, ছাত্রলীগ নেতা মানিক, মোঃ নয়ন ইসলাম,মওদুদ আহমেদ,এমরানুর কবির নাসিম,সাব্বির, যুবরাজ,বিশ্ববিদ্যালয় ছাত্র মাহফুজুর রহমান,তাছলিমুল হাসান সাকিব সহ তাসিন আহমেদ সোহাগ,তানিয়া সুলতানা মিশু,মুত্বাসির নয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
0 coment rios: