পিসিমন্ডল, পাইকগাছা।।পাইকগাছার আগড়ঘাটা বাজার থেকে আবু হাসান(৭) নামে শিশুকে থানায় নেয়ার পর তার দাদীর কাছে হস্তান্তর করা হবে।আগড়ঘাটা বাজারে পাওয়া গেছে।তার পিতার নাম জাহাঙ্গীর আলম, মাতা হাজিরা বেগম। আশাশুনির বড়দল থেকে আগড়ঘাটায় চলে আসে। সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের তত্বাধানে পাইকগাছা থায় ওসি জিয়াউর রহমানে হেফাজাতে রাখা হয়।
অবশেষে পথ ভূলে হারিয়ে যাওয়া শিশু আবুল হাসান (৭) কে পুলিশ তার দাদীর কাছে হস্তান্তর করেছেন। ১৯ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে পাইকগাছা থানার নারী-শিশু ডেস্ক থেকে উপজলা সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, এস আই বন্দনা পাল, ও এসআই সুকান্ত কর্মকার হারিয়ে যাওয়া শিশু হাসানকে
তার দাদী ফাতেমা (৬৩) ও প্রতিবেশি ব্যবসায়ী হাফেজ মোঃ মাহবুবুর রহমান (২৬) এর কাছে তুলেদেন। হাসান আশাশুনি থানার বড়দল গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে। তার মা’র নাম হাজেরা পারভিন। তার মা এখন অন্য স্বামীর সংসারে। হাসানকে শনিবার সকালে উপজেলার আগরঘাটা বাজারে চলা-ফেরা কালে গতিবিধি সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য বদরুল আলম তার হেফাজতে নিয়ে সংবাদকর্মী মোঃ মানছুর রহমান জাহিদকে অবহিত করেন।
এর পর সংবাদকর্মী মানছুর রহমান সংবাদকর্মী আলাউদ্দিন রাজা ও এফএমএ বদিউরজ্জামানের সহযোগিতায় শিশুটিকে থাসায় নিয়ে আসলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান শিশুটির ঠিকানা সংগ্রহের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে সমাজসেবা অফিসার সরদার আলী আহসানও নারী- শিশু ডেস্কে আসেন। ওসি’র দীর্ঘ চেষ্টার পর শিশুটির ঠিকানা সংগ্রহ করে বাড়ীতে খবর দেয়া হলে দাদী ও মাহবুবুর থানায় আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়। দাদী ফাতেমা জানান, হাসান ৪ দিন পূর্বে কাউকে কিছু না জানিয়ে বাড়ী থেকে চলে আসে।
0 coment rios: