আগামী ২৬ ফেব্রুয়ারি একটি বিশেষ ক্যাম্পাইন হাতে নিয়েছে সরকার। ওই দিন ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
আজ বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ কথা জানান।
তিনি বলেন, করোনাভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ২৬ ফেব্রুয়ারি ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় টিকার প্রথম ডোজ নিতে কোনো ধরনের নিবন্ধন বা জন্মসনদ এমনকি জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে না।
0 coment rios: