পাইকগাছায় আবারো অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ- গ্রেফতার- ৫
পি,সি,মন্ডলঃঃ পাইকগাছা থানা পুলিশ আবারো অপহরণ মামলার ভিকটিম স্কুল শিক্ষার্থীকে উদ্ধার পূর্বক মা-বাবা সহ ৫ জনকে গ্রেফতার করেছেন। মামলা তদন্ত কর্মকর্তা এসআই তাকবীর হোসাইন মঙ্গরবার ভোর রাতে যশোর মনিরামপুরের প্রতাপকাঠি গ্রামের স্বপন সরকারের বাড়ীতে অভিযান চালিয়ে লতার মুনকিয়ার বাসিন্দা তাপস মন্ডল (৪৪), তার স্ত্রী শ্যামলী মন্ডল (৪০), বাড়ী মালিক স্বপন সরকার (৫০) কে গ্রেফতার করেন। তাদের তথ্যমতে পরবর্তীতে অভয়নগরের মশরহাটি গ্রামের মনোয়ার হোসেনের ভাড়া বাড়ী থেকে তুফান মল্লিকের হেফাজত থেকে ভিকটিম শিক্ষার্থী (১৫) কে উদ্ধার পূর্বক তাপস মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে দুর্জয় মন্ডল (২২) কে গ্রেফতার করেন। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, প্রেমে পড়ে এ দু'শিক্ষার্থী নিরুদ্দেশ হয়। উপজেলার লতা ইউপির ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সঞ্জয় রায় অভিযোগ করেন, গত ৩ ফ্রেঃ সকালে প্রাইভেট পড়তে যাবার সময় তার স্কুল পড়ুয়া মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে দুর্জয় মন্ডল অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দুর্জয় ও তার মা-বাবা সহ ৫ জনের বিরুদ্ধে থানায় ৭/৩০,২০০০ সালের নারী-শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ আইনে মামলা করেন। যার নং- ০২। এ সম্পর্কে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, অপহরণ মামলার ভিকটিমের উদ্ধার পূর্বক বুধবার সকালে গ্রেফতারকৃত ৫ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
0 coment rios: