পি,সি,মন্ডলঃঃ পাইকগাছা অফিসপাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা " মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিস্ত্রী ও আঃ মাজেদ সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, এসআই উত্তম চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা , সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহম্মেদ, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক আবু ছাফা, পিআইও ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম,একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তর ও শ্রেণী-পেশার মানুষ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 coment rios: