পি,সি,মন্ডলঃ"মুজিববর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার" আলোচনা শীর্ষক ৪র্থ জাতীয় ভোটার দিবস পাইকগাছায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বুধবার সকালেউ পজেলা পরিষদ চত্ত্বর থেকে
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহম্মেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সাংবাদিক এম মোসলেম উদ্দীন আহমেদ প্রমূখ। নতুন ভোটার খাদিজা খাতুন ও এসএম মেহেদী হাসান তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন।
0 coment rios: