পাইকগাছায় জন্ম নিবন্ধনে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অভিযোগে পুলিশ এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছেন। এ ঘটনায় চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস অভিযুক্ত স্কুল শিক্ষক শহিদুল গাজীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। সে চাঁদখালী ইউপি'র ধামরাইল গ্রামের মজিদ গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন, কয়রার একটি মাধ্যমিক স্কলের শিক্ষক শহিদুল গাজী দীর্ঘ দিন ধরে তার নিজস্ব কম্পিউটারে জন্ম অনলাইনে নিবন্ধনের কাজ করে থাকেন।
জানাগেছে কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করলে একটি আইডি পড়ে। এ আইডিটা সংশ্লিষ্ট কাউন্সিলে জমা হয়। এক পর্যায়ে তা প্রিন্ট করে জন্ম নিবন্ধনের কপিতে যাচাইকারী ও ইউপি চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর লাগে।
এর ধারাবাহিকতায় শিক্ষক শহিদুল গাজী উপজেলার ধামরাইল গ্রামের মীর কবির আহম্মেদ এর মেয়ে রিনি খাতুনের জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করলে একটি আইডি পড়ে। সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রিন্ট কপিতে চেয়ারম্যানের স্বাক্ষর বাদে যাচাইকারী ও সচিব স্বাক্ষর করে কপি দিয়ে দেয়।
কিন্তু অভিযোগ উঠেছে, শিক্ষক শহিদুল ঐ জন্ম নিবন্ধন কপিতে চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর স্বাক্ষর জালিয়াতি করে কার্ডটি সংশ্লিষ্টদের কাছে দেয় ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, এ কার্ডটি যাচাই করে দেখি আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, স্বাক্ষর জালিয়াতি একটি বড় অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়েছে।
0 coment rios: