পূর্ণ চন্দ্র মন্ডল পাইকগাছা প্রতিনিধি|| পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি পাখ শিকারীকে জরিমানা ও ২১টি শীতকালীন বন্য পাখি অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সরল ৫নং ওয়ার্ডস্থ ওয়াপদার রাস্তায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই শিকারিদের আটক করে।
পরে বুধবার দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালতে লতার হাড়িয়া গ্রামের বিভূতি বিশ্বাস (৪৮) ও সুশান্ত বিশ্বাস (৩২)কে পাখি শিকারের অপরাধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রত্যককে ১৫ হাজার টাকাকরে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
এবং কোনো দিন পাখি শিকার করব না ও পাখি রক্ষায় নিজেকে নিয়োজিত রাখব মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়াহয়। এসময়ে উপজেলা পরিষদ চত্ত্বরে ২১টি পাখী অবমুক্তি করা হয়। উপস্থিত ছিলেন, এএসআই মোঃ নাসির উদ্দীন, পেশকার মোঃ ইব্রাহীম গাজী, সঙ্গীয় পুলিশ ও আনসারবৃন্দ।
0 coment rios: