স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় বড় অভিমানে মরিয়াম নামে ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থী গঁলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার রাড়ুলীতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
সে রাড়ুলীর জুলফিকার গাজীর ছোট মেয়ে। নিহতের পারিবারিক সুত্র জানায়, সকালে স্কুল যাবার পুর্বে মরিয়াম দুপুরের টিপিনে পোল্টি মাংসের জন্য বায়না ধরে। কিন্তু তার মা টিপিনে ভাজা ডিম দিয়ে স্কুল যেতে বলেন। এ নিয়ে মা'র তার মনোমালিন্য হয়। এক পর্যায়ে তার আব্বা বাজারে পোল্টি আনতে রওনা দেয়। এ সময মা রাস্তার পাশ্বে দাড়িয়ে ছিল।
এ সুযোগে মরিয়াম ঘরের আড়ায় গঁলায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন। নিহতের লাশ উদ্ধারের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান, মেয়েটি অত্যন্ত জেদি ছিল। মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেন।
0 coment rios: