৯ টি ভোট বাতিল হয। সভাপতি পদে শেখ মনিরুজ্জামান (ছাতা) প্রতিকে ভোট পেয়েছেন ১৪৭ টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোবিন্দ মন্ডল ( আনারশ) প্রতিকে ভোট পেয়েছেন -৭২ টি। সাধারন সম্পাদক পদে রাজিব সরদার( গরুরগাড়ী)তে ভোট পেয়েছেন ১৩৭ টি। তার প্রতিদ্বন্দ্বী গাজী শাহিন( মোটরসাইকেল) প্রতিকে ভোট পেয়েছেন-৭৯ টি। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু। ভোট গ্রহন ও গননাকালে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, পঞ্চানন সানা,দিলীপ ঢালী,শাহিন সানা,রবিউল ইসলাম,এমএম আজিজুল হাকিম, ইউপি সদস্য প্রবীর গোলদার,শেখর ঢালী,পিযুষ কান্তি মন্ডল, আবুল কালাম আজাদ, নাছিমা বেগম,আছমা খাতুন, রমজান সরদার সহ অনেকে।
সমিতি সুত্র জানিয়েছেন, ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ আসলাম ও নাজিম,সাংগঠনিক সম্পাদক মোঃ মশিয়ার রহমান,যুগ্ম সম্পাদক মোঃ মোমিন,প্রচার-মোঃ সাদ্দাম, দপ্তর-লাইট সবুর,ক্রীড়া সম্পাদক রাসেল সহ ৩ সদস্য ইউসুফ, হাফিজুর ও শরিফুল ইসলাম।
0 coment rios: