পাইকগাছার লস্কর-কড়ূলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী যুব সমাজ প্যানেলের ৫জন প্রার্থী বিজয়ী হয়। বিজয়ীরা হলেন, সাধারণ অভিভাবক সদস্য মহাদেব সানা, শশাঙ্ক শেখর ঢালী,আতিয়ার রহমান গাজী, ইয়াছিন মালী ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চন্দনা রানী সরদার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ জানিয়েছেন।
এদিকে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
0 coment rios: