Tuesday, 7 June 2022

পাইকগাছায় নারী নির্যাতন ও বাল্য-বিবাহ প্রতিরোধকল্পে জনসাধাণকে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Meeting on motivating the public to prevent violence against women and child marriage was held in Paikgarha

মোঃ মাজহারুল ইসলাম মিথুন::খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশায় ৩ বছর মেয়াদী বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসাবে পাইকগাছায় নারী নির্যাতন ও বাল্য-বিবাহ প্রতিরোধ কল্পে জনসাধাণকে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান  লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এসময়ে অতিথিবৃন্দ, বক্তারা নারী নির্যাতন ও বাল্য-বিবাহ সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সুধীসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাটি আয়োজন করেন, উপজেলা প্রশাসন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: