মাজহারুল ইসলাম মিথুন:: বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ" প্রতিপাদ্যকে সামনে পাইকগাছায় বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিজ্ঞান সভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছাড়।
উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব পাইকগাছা আয়োজন করেন। সার্বিক সহযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর ঢাকা। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক কুসুমকলি সরকার, সিনিয়র সহকারী শিক্ষক দেবাশীষ সরকার, সাংবাদিক তৃপ্তিরঞ্জন সেন, মোসলেম উদ্দীন, আলাউদ্দীন রাজা ও পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন স্কূল কলেজের শিক্ষার্থী বৃন্দ।
0 coment rios: