ম
জহারুল ইসলাম মিথুনঃ পাইকগাছা পৌর শহর রক্ষা বাঁধের ভিতরে চরভরাটি ও বনায়নের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। পৌরসদরস্থ শিবসা নদীর চরভরাটি ও বনায়নের জায়গায় কিছু ভূমি দর্স্যু অবৈধ বাঁধ ও দখল করছে এমন অভিযোগের প্রেক্ষিতেমঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধ বেঁড়িবাঁধ কেটে দেন এবং দখলমুক্ত করেন।
অপরদিকে, অভিযান শেষে বাতিখালী শিবসা ব্রীজ থেকে শিবসা খেয়া ঘাট পর্যন্ত চরভারটি জায়গায় বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, বাতিখালী চরবনায়ান সমিতির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম, জামিনুর ইসলাম, উজ্জ্বল মন্ডল, নিমাই মন্ডল, নাদিম শেখ, আনসার রাকিব, সচিন প্রমূখ।
0 coment rios: