পাইকগাছায় মৎস্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
এসময় বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ১৪ জন মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও প্রদর্শনী উপকরণ এবং কৃষ্ণনগর সিআইজি সমিতি লিমিটেডকে ৩ লাখ ৫০ হাজার টাকার একটি চেক বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সঞ্চালনায় এসময় FIQC এর D.D মোঃ আবু সাইদ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,NAIP সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার,মেরিন ফিসারিশ অফিসার চঞ্চল মন্ডল,লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল কান্তি সরকার, সুমন কুমার সেন সহ ১৪ জন উপকার ভোগী মৎস্যচাষী উপস্থিত ছিলেন।
0 coment rios: