পাইকগাছা অফিস ::পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও জব্দকৃৃত কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার রাতে পাইকগাছা সদরস্থ বাজারে বিভিন্ন দোকানে অবৈধ জালের বিরুদ্ধে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এসময়ে ভ্রাম্যমাণ আদালতে দুই জাল ব্যবসায়ী জবা এন্ড বাঁধন স্টোরের মালিক বাবলু সাধু ও সাধু স্টোরের মালিক চিরজ্জিত সাধুকে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার জরিমানা করা হয়।
জব্দকৃত আনুমানিক ৩০ হাজার টাকার কারেন্ট জাল শিবসা নদীর পাড়ে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময়ে প্রসিকিউশন অফিসার ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার মিরাজুল ইসলাম,অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বুধবার সকালে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে করাত কলের লাইসেন্স না করার অপরাধে কপিলমুনি গ্রামের পান আলী গাজীর ছেলে মোঃ হাবিবুর রহমান গাজী কে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। সাথে ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, পেশকার ধীরাজ প্রমূখ।
0 coment rios: