![]() |
পাইকগাছায় চা দোকানীর মাথা ফাঁটানোর অভিযোগ! |
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় দোকানের গ্যাস লাইট না দেওয়ায় হাসান (২৮) নামে এক যুবক বেঞ্চ ভেঙ্গে চা দোকানী মাজেদ ( ৬০) এর মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করলো। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার চাঁদখালী বাজাস্থ পশু হাটের পাশ্বে শরিফুল ইসলাম মাজেদ এর চায়ের দোকানে এ মারপিট হয়েছে। হাসান চাঁদখালীর কালিদাশপুরের মালেক সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটেছে।
চা দোকানী মাজেদ সরদার জানান, সকাল ৮ টার দিকে হঠাৎ করে হাসান দোকানে এসে গ্যাস লাইট চায়। কেন লাইট দিব? এ কথা বলা মাত্রই উত্তেজিত হয়ে সে আমার দোকানের বেঞ্চ ভেঙে বাড়ি মারলে মাথা ফেটে রক্তাক্ত জখম হলে অজ্ঞান হয়ে পড়ি। এর পর কিছুই জানিনা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। আহতের নিকটাত্মীয়রা দাবী করেছেন মেয়ের বিষয়ে চা দোকানী নারী নির্যাতন মামলা করার ক্ষোভে আসামীরা হয়তো ভাড়াটে হিসেবে হাসানকে দিয়ে এ ঘটনা ঘটাতে পারে। থানা পুলিশ জানান,এ ঘটনায় অভিযোগ পেলে তারা আইনী পদক্ষেপ নিবেন।
0 coment rios: