খেলা দু'টিতে উপজেলা টাইটানস ও মরিয়ম ট্রেড কর্পোরেশন জয়ী হয়। রবিবার পাইকগাছা সরকারী কলেজ মাঠে সকালে উপজেলা টাইটানস ও পৌরসভা কিংস এর মধ্য খেলায় উপজেলা টাইটানস টসে জিতে পৌরসভা কিংস কে ব্যাটিং পাঠালে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৪ রান করে।
জবাবে উপজেলা টাইটানস ১৯ ওভার ৩ বলে ৬ উইকেটে ২২৭ রান করে। ফলে পাইকগাছা উপজেলা টাইটানস ৪ উইকেটে বিজয় লাভ করে। বিজয়ী দলের জাকির ৮৩ রান ও ১ উইকেট পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ হোন। অপরদিকে বিকালে একই মাঠে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি (এসবিএসএস) ও মরিয়ম ট্রেড কর্পোরেশন (এমটিসি) মধ্যে অনুষ্ঠিত খেলায় এসবিএসএস টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। মরিয়ম ট্রেড কর্পোরেশন ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১৭১ রান করে।
জবাবে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ১৪ ওভার ২ বলে ৯২ রানে অলআউট হয়। ফলে পাইকগাছা মরিয়ম ট্রেড কর্পোরেশন ৮০ রানে জয় লাভ করে। বিজয়ী দলের জনি ৬৩ রান ও ২ উইকেট পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ হোন। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লেঃ কর্নেল মামুনুর রশীদ রনি, পিপিসিএল'র সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ ইমরুল কায়েস, সচিব এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ,ষোলআনা সভাপতি জিএম শুকুরুজ্জামান, জামিনুর রহমান রানা, ফয়সাল মাহমুদ অপু প্রমূখ। অ্যাম্পিয়ার ছিলেন, মোঃ শাহ আলম সানু ও জিএম সাইফুল ইসলাম বাপ্পী।
0 coment rios: