![]() |
নবীন ও প্রবীনের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল সংগঠনকে শক্তিশালী করতে হবে: এমপি বাবু |
তিনি ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীদের ব্যাপারে নেতাকর্মীদের সর্তক করে দেন। বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা কমিটি'র সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, যুবলীগের এসএম রেজাউল হক, আজিজুল হাকিম, প্রভাষক আব্দুল ওহাব বাবুল, মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর রাফেজা খানম, ওয়ার্ড আওয়ামীলীগের মধ্যে সুজন কুমার সানা, আঃ বারিক গাজী, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, শ্যামপদ মন্ডল, মোঃ আজিজ গোলদার, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ প্রমূখ।
0 coment rios: