পাইকগাছা অফিস::পাইকগাছায় বাংলালিংক গ্রাহকদের সব ধরণের সেবা দিতে পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার সকালে পাইকগাছা বাজার চৌররাস্তা পোস্ট অফিসের বিপরীত কল্লোল মোবাইল সার্ভিসিং এ বাংলালিংক সার্ভিস পয়েন্ট উদ্বোধন করা হয়। উল্লেখ্য, বিগত ৩/৪ বছর সার্ভিস পয়েন্ট এর সেবা কার্যক্রম বন্ধ থাকায় সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ গ্রাহকরা। অবশেষে এ সার্ভিস পয়েন্ট থেকে অত্র এলাকার বাংলালিংক গ্রাহকরা সবধরণের সেবা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন, বাংলালিংক এর রিজিওনাল হেড, রিজিওনাল কাস্টমার কেয়ার ম্যানেজার, এরিয়া কাস্টমার কেয়ার ম্যানেজার, টেরিটরি অফিসার, ডিষ্টিবিটর ম্যানেজার মনিরুল ইসলাম, কাস্টমার কেয়ার ম্যানেজার ফিরোজুল ইসলাম, সুপার ভাইজার রফিকুল ইসলাম, শিমুল সানা ও রিটেইলার কল্লোল কুমার সানা।
0 coment rios: