![]() |
পাইকগাছায় আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয়ক প্রশিক্ষণ" এর সমাপনী অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস::উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সক্ষমতা মূলক প্রশিক্ষণ ৫ম পর্যায়ে ২০২০-২১ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে পাইকগাছায় "আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয়ক প্রশিক্ষণ" এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
২২,২৩ ও ২৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)'র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধন ও সমাপণীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন, প্যানেল উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। প্রশিক্ষক ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, লোপাকের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাশমী সাকিব, ক্ষেত্র সহকারী রণধীর সরকার। সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণে ৫০ জন কাঁকড়া চাষী ও সম্ভব্য আগ্রহী মৎস্য চাষীবৃন্দ অংশ গ্রহণ করেন। উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক কমিটি এটি বাস্তবায়ন করেন।
0 coment rios: