স্নেহেন্দু বিকাশ, খুলনার পাইকগায় সৃষ্ট লঘুচাপে অস্বাভাবিক জোয়ারে ২৩ নং পোল্ডার সোলাদানার ভাঙ্গাহাড়ি মাষ্টার পাড়ায় পাউবো'র বেঁড়িবাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হয়ে টেংরামারি সহ শত-শত বিঘার মৎস্য ঘের ভেসে গেছে। রাস্তাঘাট, আমনের বীজতলা তলিযে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে জলোচ্ছ্বাসে শিবসা নদীর পানির চাপে মাষ্টার পাড়া ৫ মুখ ওয়ালা পরিত্যক্ত কারিতাসর স্লুইস গেটের স্থান থেকে ভেঙ্গে প্লোল্ডারে পানি প্রবেশ করে । বিকেলে সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী,৮ নং ওয়ার্ড সদস্য ও উপজেলা সিপিপি'র টিম লিডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ঘের মালিক সহ স্থানীয়রা রাত ১০ টা পর্যন্ত স্বেচ্ছাশ্রম দিযে বাঁধ মেরামত করেন।
কিন্তু রবিবার দুপুরের প্রবল জোয়ারে ভাঙ্গনের স্থান থেকে আরোও ২০-২৫ ফুট জায়গা জুড়ে বেড়িবাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হয়ে শত-শত বিঘার চিংড়ি ঘের ভেসে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ক্ষতি হয়েছে চলতি আমনের বীজতলা।
স্থানীয ইউপি সদস্য ও সিপিপি'র টিম লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন,এলাকায় মাইকিং করে ১৫ আগস্ট সকালে ভাঙ্গনের স্থানে কাজ করার জন্য সর্বসাধারনকে ডাকা হয়েছে। স্থানীয় পাউবো কর্মকর্তা রাজু হাওলাদার ও এমপি'র প্রতিনিধি উপজেলা যুবলীগের সাবেক নেতা আকরামুল ইসলাম জানান,সোমবার বাঁধ সংস্কারের জন্য বালুবস্তা ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে নদ-নদীতে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধির ফলে ভাঙ্গন কবলিত রাড়ুলীর জেলে পল্লী সহ হরিঢালী,বোযালিয়ার জেলে পল্লীর অবস্থা নাজুক অবস্থায় পড়েছে। দেলুটির দারুন মল্লিক সহ উপজেলার বিভিন্ন স্থানের পাউবোর বেড়িবাঁধ নাজুক অবস্থায় রয়েছে। এ ছাড়া রবিবারের জোয়ারে গদাইপুরের নদী তীরবর্তী বাইশের আবাদ গুচ্ছগ্রাম প্লাবিত হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, সোলাদানায় পাউবো'র বেড়িবাঁধ ভাঙনে ক্ষয়ক্ষতি সহ মাহমুদকাঠি ও কয়েক স্থানে বেঁড়িবাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি এ প্রতিনিধিকে বলেন, সোলাদানার বেড়িবাঁধ মেরামতের জন্য জেলা প্রশাসক( ডিসি) মহোদয় জরুরী ভিত্তিতে চাল/অর্থ বরাদ্দ দিয়েছেন।
0 coment rios: