![]() |
কপিলমুনিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন |
এদিকে সকাল ১০ টায় কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অমৃতময়ী মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোরদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, জিএম হেদায়েত আলী টুকু, কাজল কান্তি বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অপরদিকে অনুরুপভাবে কপিলমুনি কলেজ, হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং মামুদকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বি,জি,পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন পরিষদ যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছে।
0 coment rios: