পাইকগাছা অফিসঃঃপাইকগাছা উপজেলার গদাইপুর ইউপি'র বিলপরাণমালী'তে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদত্ত ভূমিহীন ও গৃহহীনদের জন্য হস্তান্তরিত বাসগৃহ পরিদর্শন ও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বিলপরাণমালী'তে তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে উপকারভোগী ৩২টা পরিবারের সদস্যদের সাথে বর্তমানে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর নেন। পানির সমস্যা সহ কিন্তু আনুসঙ্গিক সমস্যার কথা জানাতে তাহা সমাধানের আশ্বাস দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কেজিও মোজ্জাম্মেল হোসেন, সার্ভেয়ার কওসার আলী, সুমন সহ অনেকে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, আপনারা জানেন এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হতে পেরে নিজে ভাগ্যবান মনে করছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঘর গুলোর কথা বলেন, তখন তিনি বলেন - আমার ঘর গুলোর কি অবস্থা? অর্থাৎ এই আবেগের জায়গাটা আমরা মূল্যায়ন করতে শতভাগ চেষ্টা করছি ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম পরিদর্শন ও মতবিনিময় শেষে
একপ্রশ্নের জবাবে সন্তোষজনক মন্তব্য প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু'র জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীনদের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন। বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী সরকারী অর্থে গৃহহীন ও ভূমিহীনদের ঘর ও জমি প্রদান করার এমন উদ্যোগ গ্রহণ করেননি। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে চলছেন। যাহা আজ সারা বিশ্বে মডেল হিসাবে পরিগনিত।
সেজন্য এ প্রকল্প বাস্তবায়নে শতভাগ গুণগত মান বজায় রাখতে কাজ করছে খুলনা জেলা প্রশাসন। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) উপজেলা ও কপিলমুনি ভূমি অফিসে উপস্থিতি ও পরিদর্শন করেন।
0 coment rios: