Saturday, 13 August 2022

মানুষ কাজের মাধ্যমে বেঁচে থাকেন হাজার বছর- এমপি বাবু

মানুষ কাজের মাধ্যমে বেঁচে থাকেন হাজার বছর- এমপি বাবু

মাজহারুল ইসলাম মিথুন::পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে 

ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, ষোলআনা সমিতির সভাপতি মোঃ শুকুরুজ্জামান, সেক্রেটারি শেখ ফজলুর রহমান, কাউন্সিলর রবি শংকর মন্ডল। 

বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, অভিভাবক উদয়শংকর রায়, শিক্ষার্থী মুশফিকু জান্নাত মৌসী। সঞ্চালনা করেন

সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সুধাংশু শেখর মন্ডল, এসএম হাফিজুর রহমান, হুমায়নকবির পিন্টু, আঃ রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, গাজী নূর মোহাম্মদ, মোঃ শফিয়ার রহমান, শফিকুল ইসলাম, আসাফুর রহমান, শহীদুল ইসলাম, আদিত্য মন্ডল, ময়নুল ইসলাম, হুসনেয়ারা খানম, নুপুর মন্ডল, মৌসুমী, মোঃ নূরুজ্জামান, আবু ছাফা গাজী, ছাত্রলীগ নেতা  রায়হান পারভেজ সহ কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওঃ জালাল উদ্দীন। উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এতিম খানা ও মসজিদে, মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, আলহাজ্ব ফসিয়ার রহমান ১৯৫৭ সালের ৭ জুলাই উপজেলার চেঁচুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব রইচউদ্দিন মিস্ত্রী, মাতা মৃত আলহাজ্ব ফজিলাতুন্নেছা। 

ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল চিংড়ি চাষী ও শিল্পপতি এবং সমাজসেবক ছিলেন। পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ, ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব রইচউদ্দিন আদর্শ নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যান সমিতি, ফাতেমা রহমান হাই স্কুল, রিয়াজুল বাকী (কবরখানা), ফসিয়ার রহমান ফাউন্ডেশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি চিংড়ি চাষী, হিমায়িত চিংড়ি রপ্তানীকারক ও সমবায়ী হিসাবে একাধিক জাতীয় স্বর্ণপদক লাভ করেন।

 আলহাজ্ব ফসিয়ার রহমান ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষথেকে মরহুম এর রুহের মাগফিরাত কামনায় এতিমখানা ও মসজিদে, মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক ও মরহুম ফসিয়ার রহমানের সহধর্মীনি আলহাজ্ব ফাতেমা রহমান জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: