পাইকগাছা অফিস::পাইকগাছায় প্রায়ত স্বর্গীয় নগেন্দ্রনাথ স্মৃতি স্মরণে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার। উদ্বোধনী দিনে তরুলতা ফুটবল একাদশ বনাম ভাই ভাই ফুটবল একাদশ ও কুনাল ফিস একাদশ বনাম হেলথ্ কেয়ার একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। তরুলতা ফুটবল একাদশ বনাম ভাই ভাই ফুটবল একাদশের মধ্যে প্রথম খেলায় নির্ধারিক সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে তরুলতা ফুটবল একাদশ ১ -০ গোলে ভাই ভাই ফুটবল একাদশকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় কুনাল ফিস একাদশ হেলথ কেয়ার একাদশ মধ্যকার খেলায় ২-২ গোলো ড্র করে।
পরে টাইব্রেকারে কুনাল ফিস একাদশ ১-০ গোলে হেলথ কেয়ার ফুটবল একাদশকে পরাজিত করে। ফলে এ খেলায় তরুলতা ফুটবল একাদশ ও কুনাল ফিস একাশ ফাইনাল খেলার গৌরব অর্জন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কালাম, পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, নিরঞ্জন সরদার, বিকাশ মন্ডল, শিক্ষাক পুলিন বিহারী সরদার, বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র সরকার, অমল মন্ডল, অলকেশ ঢালী, নন্দলাল সরদার, জাহিদ হাসান বাবু। খেলার পরিচালনা করেন প্রভাষক সুনিল কুমার মন্ডল, সহকারী পরিচালক ছিলেন তুহিন কান্তি ও রনি আহম্মেদ। আগামী শুক্রবার উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বর্গীয় নগেন্দ্রনাথ এর নাতি বিপুল কুমার মন্ডল।
0 coment rios: