পাইকগাছা অফিস::পাইকগাছায় নোনা টেংরা, পারশে, চিত্রা ও দাতিনা মাছের জার্ম প্লাজম মৎস্য চাষীদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে লোপাকের অভ্যন্তরে হ্যাঁচারিতে চিত্রা, দাতিনা, পারশে ও নোনা টেংরা'র জার্ম প্লাজম প্রধান অতিথি হিসাবে চাষীদের মাঝে বিতরণ করেন
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউট (বিএফআরআই) এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। এসময়ে উপস্থিত ছিলেন,
লোনা পানি কেন্দ্র বাগমই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল, দেবাশীষ কুমার মন্ডল, মোঃ মতিউর রহমান,
মোঃ হাশমি সাকিব এবং ময়মনসিংহের ড. এহসানুল করিম, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ আবু নাছের, রিয়াজ মোর্শেদ রঞ্জু, রাফিয়া আফরিন ও শাহানাজ পারভীন প্রমূখ।
0 coment rios: