![]() |
পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম অহনা নৌকা বাইচ দল |
পাইকগাছা অফিস::পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে নুনিয়াপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নুনিয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে ৪ দিনব্যাপী উৎসবের শেষ দিন সোমবার বিকেলে খালিয়া খালে এ প্রতিযোগিতায় অহনা, জয় মা কালী ও পাগলা বাবা নৌকা বাইচ দল অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রথম স্থান লাভ করে বিজয়ী অহনা নৌকা বাইচ (লাল) দলকে ফ্রিজ, ২য় স্থান অধিকারী জয় মা কালী ( নীল) নৌকা বাইচ দল কে ২৪" এবং ৩য় স্থান নির্ধারণী পাগলা বাবা নৌকা বাইচ ( হলুদ) দলদের কে ১৭" এলইডি টেলিভিশন তুলেদেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (পাইকগাছা-কয়রা)'র ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, এসআই মোশারেফ হোসেন, হাফিজ, নাসির ।
আয়োজক কমিটির সভাপতি রামপ্রসাদ বাছাড়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পবিত্র কুমার মন্ডলের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা সুভাষ রায়, আ'লীগনেতা দিলীপ ঢালী, সাবেক ইউপি সদস্য পরিতোষ মন্ডল, অধীর মন্ডল, কালীপদ মন্ডল, রামপ্রসাদ মন্ডল, প্রদীপ সানা,গোষ্ঠ মন্ডল, বিশ্বনাথ মন্ডল, হাফিজুর রহমান, তপন সরদার, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, আব্দুল্লাহ আল মামুন, শেখর ঢালী, রাজিব মন্ডল, জলাধর মন্ডল, গোলক মন্ডল, তুষার কান্তি মন্ডল, তারক সানা, কবিন্দ্র রায়, তুষার সানা, সুব্রত মন্ডল, মিলন মন্ডল, মোহাম্মাদ গাজী সহ অনেকে।
উল্লেখ্য শ্রীকৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নুনিয়াপাড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিগত ২৬ বছর ধরে পূজাপার্বন, নামযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
0 coment rios: