পাইকগাছায় ধান্য রোপনে বাঁধা; দু'পক্ষের সংঘর্ষে শিক্ষক-নারী সহ আহত-৬
স্নেহেন্দু বিকাশ,পাইকগাছায় ধান্য রোপনে বাঁধা দিলে দু'পক্ষের সংঘর্ষে শিক্ষক দম্পতি ও মহিলা সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গড়ইখালী ইউপির কুমখালীতে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন কুমখালীর প্রদীপ মন্ডল( ৬০)মুক্তি মন্ডল(৫৫) দম্পত্তি ও তাদের ভাইপো ধীমান মন্ডল( ৩২) ও প্রতিপক্ষের প্রশান্ত মন্ডলের স্ত্রী চন্দ্রা (৪২) নিহার মন্ডলের স্ত্রী শ্যামলী( ৪৫) ও মলয় মন্ডলের স্ত্রী মীরা মন্ডল (২৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দু'পক্ষই পরস্পরকে দোষারোপ করেছেন। পুলিশ জানিয়েছে, আদালতের ১৪৪ ধারার মামলায় দু'পক্ষই নোটিশ গ্রহন করার পরেও এ ঘটনা ঘটেছে।
কুমখালীর বাসিন্দা অবঃ সহকারী প্রধান শিক্ষক প্রদীপ মন্ডল জানান,দীর্ঘ ৬৯ বছর ধরে কুমখালী বিলে আমি ও আমার স্ত্রী মুক্তি রানী মন্ডল ও ভাই গুরুগৌবিন্দ মন্ডল অংশ অনুযায়ী ১২ বিঘা জমি ভোগদখল করে আসছি। যা বি,আর,এস ১০৭ ও ৮১১ দুটি খতিযানের ৫০৯৮,৫০৯৯, ও ৩০০৬,৩০০৭,বিভিন্ন দাগে এ সম্পত্তি। নামপত্তন সহ বর্তমান বাংলা সন পর্যন্ত এ জমির কর-খাজনা পরিশোধ রয়েছে।
সুত্র জানান, কুমখালীর মৃতঃ তারাপদ মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল গংরা এ জমির রেকর্ড সংশোধনীর মামলা এ জমি দখলের চেষ্টা করলে প্রদীপ মন্ডল বাদী হয়ে গত ১০-৮-২২ তারিখে প্রশান্ত মন্ডল-রথিন মন্ডল গংদের বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী কোর্টে ৩১৯-২২ নং মামলা করেন। আদালত তপশীল বর্নিত সম্পত্তির উপর দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিলে পুলিশ দু'পক্ষকে নোটিশ প্রদান করেন। শিক্ষক প্রদীপ মন্ডল বলেন,শনিবার দুপুর সাড়ে ১২ টার সময দখলীয জমিতে ধান্য রোপন করছিলাম। এ সময় প্রতিপক্ষ রথিন-শ্যামলী দম্পতি,কনেক সহ বাড়ীর মহিলারা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলা করলে আমার স্ত্রী মীরা,ভাইপো ধীমান ও আমি আহত হই।
অপরদিকে কুমখালীর মৃতঃ তারাপদ মন্ডলের ছেলে শ্যামল মন্ডল প্রতিপক্ষ প্রদীপ মন্ডল গংদের অনুকুলে জমি দখলে থাকার কথা স্বীকার করে বলেন ,আমরা মিমাংসার জন্য বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়ে রেকর্ড সংশোধনের জন্য খুলনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ৯১৬/২২ মামলা করেছি। শ্যামল মন্ডল ও মৃতঃ গোবিন্দ মন্ডলের ছেলে প্রসেনজিৎ মন্ডল বলেন, প্রদীপ-মুক্তি রানী দম্পত্তি আদালতে ১৪৪ ধারার মামলা করেছেন। তিনি অভিযোগ করেন প্রদীপ মন্ডল গংরা নির্বাহী কোর্টের আদেশ অমান্য করে শনিবার দুপুরে বিরোধপুর্ন এ জমিতে ধান্য রোপন করতে গেলে আমরা বাঁধা দেওয়ার চেষ্টা করি।
কিন্তু ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই গুরুগোবিন্দ মন্ডলের ছেলে ধীমান ও প্রদীপ মন্ডলের স্ত্রী মুক্তি সহ অনেকে লাঠিসোটা নিয়ে হামলা করলে চন্দ্রা,শ্যামলী ও মীরা মন্ডল আহত হয়। খবর পেয়ে বাইনবাড়ীয় ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ধান্য রোপন নিয়ে বিবাদমান দু'পক্ষের মধ্যে মারপিট হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বলেন তিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
0 coment rios: