মোঃ মাজহারুল ইসলাম মিথুন::পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শোকাবহ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে তৃনমূলে আওয়ামীলীগের সংগঠনকে শক্তিশালী করার কথা বলেন। মঙ্গলবার বিকেলে লস্কর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট এর শোক দিবসের কর্মসূচি পালন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি মাঠ পর্যায়ে সংগঠনকে গতিশীল ও মজবুত করতে প্রবীন-নবীনদের সমন্বয় ঘটানোর কথা বলেন।
নিকট অতিত ভূলে গেলে চলবে না এমন মন্তব্য করে এমপি বলেন,বিগত ১৪ সালে আন্দোলনের নামে হেফাজতি তান্ডব ও জামাত-বি,এন,পি'র ভাংচুর ও অগ্নি আন্দেলনের নামে রাষ্ট্র ক্ষমতা দখলের অপচেষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে এ দেশের মানুষ ব্যর্থ করে দিয়েছেন।
লস্করের বিভিন্ন চলমান উন্নযন প্রকল্পের তথ্য দিয়ে এমপি বাবু আরোও বলেন, ভিলেজ পাইকগাছার মাদরাসা মোড় থেকে কয়রার গিলেবাড়ী পর্যন্ত জিসি সড়কের উন্নয়ন ও বাইনতলা ব্রীজের টেন্ডার দ্রুত সম্পন্ন হবে। খড়িয়া বীণাপানি মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ'লীগের সদস্য সচিব বিভূতি ভূষণ সানার সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা সংগঠনের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত,লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন, উপজেলা কমিটির সাবেক সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ইউনিয়ন কমিটির সদস্য ও সাবেক প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সাবেক ভারঃ সভাপতি শিবুপ্রসাদ রায়,এ্যাডঃ ইদ্রীসুর রহমান মন্টু।
প্রভাষক বাবলুর রহমানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় আ'লীগ নেতা লিয়াকত আলী, ইউপি সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, প্রেমানন্দ সানা,শিক্ষক সরকার গোপাল চন্দ্র সহ গৌবিন্দ ঢালী,নিতাইপদ মিস্ত্রী,তাপস সানা,শেখর ঢালী,যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,জহুরুল ইসলাম, আকরামুল ইসলাম, করিম মিস্ত্রী,আসাদুজ্জামান খান, কে,ডি বাবু,প্রসেনজিৎ ঢালী,অনিমেশ মন্ডল,দেবব্রত রায় দেবু, রিয়াজ মাহমুদ,অমরেন্দ্র নাথ গাইন,বিলাশ মন্ডল,চিরঞ্জিত মিস্ত্রী,ছাত্রলীগ নেতা রাযহান পারভেজ রনি,একে নাছিম,মাহবুবুর রহমান নয়ন সহ অনেকে।
0 coment rios: