পাইকগাছা অফিসঃপাইকগাছা সরকারী কলেজ আয়োজিত শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষ্যে পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সনদ ও ক্রেস্ট প্রদান করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। সভাপতিত্ব করেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মুহাম্মদ রফিকুল ইসলাম।
প্রভাষক মাসুদুর রহমান মন্টু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক এফএম ইলিয়াস হোসেন, আ.ম. আঃ হাকিম, সত্যপ্রিয় মিস্ত্রী, আমান উল্লা গাজী, প্রভাষক সুফল চন্দ্র মন্ডল, আঃ রাজ্জাক, শ্যামল দেবনাথ, স্বপন কান্তি ঘোষ, মোমিন উদ্দীন, রতন কুমার দত্ত, সোমা রায়, সরদার জামাল উদ্দীন, শহীদুল ইসলাম, মাহবুবা নাজনিন ইরানী, সাইদুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, তরুন মন্ডল, আঃ রাসেল কাগজী, লিলিমা খাতুন, মাধুরী মন্ডল, সুস্মিতা সরকার, আসমা আহম্মেদ, গাজী মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পাইকগাছা সরকারী কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মোছাঃ মাহবুবা নাজনীন ইরানী, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোঃ মোমিন উদ্দীন, শ্রেষ্ঠ রোভার নয়ন মনি বিশ্বাস, শ্রেষ্ঠ লোক নৃত্য আসফিয়া জেরিন খুশবু ও শ্রেষ্ঠ নির্ধারিত বক্তা প্রেমা মন্ডল নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সাফল্য অর্জিতদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
0 coment rios: