পাইকগাছা অফিস::আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন-২০২২ উপলক্ষ্যে রবিবার সকালে পাইকগাছা উপজেলাধীন ৬নং লস্কর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সহকারে আইন শৃংখলা ও বিশেষ বর্ধিত সভা শেষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান (তুহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য প্রদান করেন ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ ছিলেন, লস্কর ইউনিয়ন বিট ইনচার্জ এসআই মোঃ আসাদুজ্জামান, সহকারী বিট ইনচার্জ এস আই সুকান্ত কর্মকার, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সানা, পরমানন্দ সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, মর্জিনা বেগম ও অঞ্জলি রানী ঢালী।
এসময় আরও উপস্থিত ছিলেন লস্কর পূজা মন্দিরের সভাপতি ধীমান মন্ডল, সেক্রেটারি বিপুল সরদার, পরিমল কুমার মন্ডল, রনজিত কুমার মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, গৌতম সানা, সঞ্জয় মন্ডল ও দেবব্রত মন্ডল সহ লস্কর ইউনিয়নের ১৬টি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ ।
লস্কর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় ১৬টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারির হাতে ইউপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান (তুহিন) তার বক্তব্যে আসন্ন দূর্গাপূজাকে উৎসব মূখর এবং শান্তিপূর্ণ করতে ইউনিয়ন পরিষদ এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। পাইকগাছায় সর্বপ্রথম এধরনের সভার আয়োজন করার জন্য লস্কর ইউনিয়নের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শারদীয় দূর্গা পূজা বিষয়ক আইন শৃংখলা সভা শেষে একই স্থানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউজ ডে তে ইউনিয়নের সার্বিক আইন শৃংখলা বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।
0 coment rios: