পাইকগাছা অফিসঃপাইকগাছা উপজেলাধীন গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদ আশ্রয়ন প্রকল্প এলাকার ভাঙ্গণকৃত বেঁড়িবাঁধের সংস্কার কাজ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর অতিরিক্ত বৃষ্টি ও শিবসা নদে জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি সর্বোপরি মৎস্য চাষীদের লীজঘেরের সুরক্ষা বাঁধ রক্ষণাবেক্ষনের কারণে সেটা ভেঙ্গে যাওয়ায় পাইকগাছা উপজেলাধীন গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ এলাকা প্লাবিত হলে পুরাতন আশ্রয়ণ প্রকল্প সহ গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়। রাস্তাঘাট, মৎস্যঘের, ঘরবাড়ী পানিতে ডুবে একাকার। গুচ্ছগ্রামে কোথাও হাটু সমান, কোথাও কোমড় পানি। তাদের রান্না করার জায়গাও ছিল না। ঐ সময়ে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। ভাঙ্গণকৃত বেঁড়িবাঁধের সংস্কার কাজের নির্দেশনায়
উপজেলা নির্বাহী অফিসার অফিসার মমতাজ বেগম। গতকাল চলমান কাজের দেখভাল করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান।
উপস্থিত ছিলেন,বাইশার আবাদ আশ্রয়ন প্রকল্প কমিটির সভাপতি মোঃ ওসমান মল্লিক, সম্পাদক মোঃ হাসান সরদার, মনিরুল ইসলাম, আঃ সাত্তার গাজী, মান্নান সহ প্রকল্পের বসবাসকারী জনসাধারণ ।
0 coment rios: